Site icon Jamuna Television

ফিন্সিংয়ে স্বর্ণ পদক পেলেন নৌবাহিনীর ইমতিয়াজ

গেমসের প্রথম ব্যক্তিগত সোনা ফেন্সিংয়ে নৌবাহিনীর ইমতিয়াজের বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার পদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সার মোহাম্মাদ ইমতিয়াজ।

ইপি একক ইভেন্টে স্বর্ণ জেতায় উল্লাস করেন তিনি। এ ইভেন্টে রুপা জিতেছেন আনসারের সাগর খান। দুটি ব্রোঞ্জপদক জিতেছেন আনসারের শরিফুল ইসলাম ও বিজিবির আবদুর রহিম।

বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসারের সাগর খানকে হারিয়ে সোনা জয় করেন সেনাবাহিনীর ইমতিয়াজ।

Exit mobile version