Site icon Jamuna Television

বইমেলায় হাসনাত শোয়েবের ‘শেফালি কি জানে’

এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে হাসনাত শোয়েবের ‘শেফালি কি জানে’। বইটি প্রকাশ করেছে জেব্রাক্রসিং। প্রচ্ছদ করেছেন তরুণ প্রচ্ছদশিল্পী রাজিব দত্ত। দাম রাখা হয়েছে ১৪০ টাকা।

‘শেফালি কি জানে’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বলেন, এটি না কবিতা না গল্প, গতানুগতিক ধারায় বাইরে গিয়ে লেখার চেষ্টা করেছি। মূলত: এটি মেটাফিকশন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্র থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে সাংবাদিকতার সঙ্গে জড়িত তরুন কবি হাসনাত শোয়েব। ২০১৫ সালে তার প্রথম কবিতার বই ‘সূর্যাস্তগামী মাছ’ প্রকাশিত হয় মেঘনাদ প্রকাশনী থেকে। ২০১৭ সালে প্রকাশিত হয় শোয়েবের দ্বিতীয় কবিতার বই ‘ব্রায়ান অ্যাডামস ও মারমেইড বিষ্যুদবার’।

ভবিষ্যতে পরিকল্পনা কি এমন প্রশ্নে তিনি বলেন, ‘দ্য রেইনি সিজন’ নামে একটা সিরিজ কবিতা লিখছি। নিকট ভবিষ্যতে সেটি প্রকাশ করতে চাই।

Exit mobile version