Site icon Jamuna Television

মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে রেখে পুলিশের নির্দেশনা

আগামী ২ এপ্রিল শুক্রবার ঢাকা মহানগরে ১৫ টি কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ৪৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত।

তবে করোনার প্রাদুর্ভাবের কারণে গণ-পরিবহনের আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনে সরকারী নির্দেশনা থাকায় পরিবহন সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি বিবেচনায় সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ। যাতে পরীক্ষার্থীরা সকাল ৮.০০ টার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলো:
•কেন্দ্রের আশপাশ এলাকায় গাড়ী পার্ক করা যাবে না।
•অভিভাবকগণ কেন্দ্রের সন্নিকটে অবস্থান করতে পারবেন না।
ফটোকপিয়ার, কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং এর দোকান পরীক্ষার আগের দিন রাত ০৮ টা হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

করোনা ভাইরাস প্রতিরোধে:
•মেডিকেল পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
•সর্বক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
•করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত-কল্পে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে রক্ষিত সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।

Exit mobile version