Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মানার বালাই নেই লঞ্চে, মাস্কে যাত্রীদের অনীহা

স্বাস্থ্যবিধি মানার বালাই নেই লঞ্চে, মাস্কে যাত্রীদের অনীহা

স্বাস্থ্যবিধি মানার বালাই নেই লঞ্চে। যাত্রী বোঝাই করে আসা লঞ্চগুলোতে অধিকাংশ মানুষ মাস্ক পড়তে আগ্রহী নয়। টিভি ক্যামেরা দেখলে মাস্ক পড়তে চেষ্টা করছেন অনেকে।

এদিকে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় লঞ্চগুলো পুরো যাত্রী নিয়েই আসা-যাওয়া করছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুর গামী লঞ্চেও চলছে আগের মতই গাদাগাদি করে যাত্রী পরিবহন। শারীরিক দূরত্ব যেন উপহাস ছাড়া কিছু নয়।

তবে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে যাত্রীরাই সন্দিহান। কেননা লঞ্চ ঘাটে ভেড়ার পর হুড়াহুড়ি করে নামতেই ব্যস্ত হয়ে পড়েন যাত্রীরা।

Exit mobile version