Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গের ৩০টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন আজ

পশ্চিমবঙ্গের ৩০টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন আজ

ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রাম’সহ আজ পশ্চিমবঙ্গের ৩০টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এই দফায় ভোট হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনিপুর, বাকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায়। ২য় ধাপে ১৯ নারী’সহ লড়ছেন মোট ১৭১ জন প্রার্থী। অবশ্য হেভিওয়েট প্রার্থী, খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার একসময়ের শিষ্য শুভেন্দু অধিকারী। দু’জনের মুখোমুখি লড়াইয়ের কারণে সর্বোচ্চ নজরদারি নন্দীগ্রামে।

এদিকে ৩৫৫টি বুথের সবগুলোতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

এছাড়া পূর্ব মেদিনীপুরের ৯ বিধানসভা আসনে বুথের সংখ্যা তিন হাজারের বেশি। পশ্চিমবঙ্গে আট দফার ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে ২ মে।

Exit mobile version