আফ্রিকার দেশ মোজাম্বিকে আইএস হামলা থেকে প্রাণে বাঁচতে উদ্বাস্তু প্রায় সাড়ে ৫ হাজার মানুষ আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশগুলোয়।
রয়টার্সের তথ্য, মঙ্গলবার ৩শ’র বেশি মানুষ নৌকায় করে তানজানিয়ান বন্দর শহর পেম্বায় আসে। সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার পাশে স্বজনদের আশায় অপেক্ষারত অনেক মানুষ।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আশ্রয়প্রার্থীদের অনেকেই নদী পার হয়ে সীমান্তের ওপারে পৌঁছাতে পারেননি।
এর আগে গত বুধবার আইএস জঙ্গীরা দেশটির দক্ষিণের উপকূলীয় শহর পালমাতে অভিযান চালায়। এ সময় তারা ভবনে ছিনতাইসহ বাসিন্দাদের শিরশ্ছেদও করে। প্রাণে বাঁচতে আশেপাশের জঙ্গলে পালিয়ে যান স্থানীয়রা।
২০১৭ সাল থেকেই মোজাম্বিকের উত্তরাঞ্চলে আইএস বিদ্রোহীদের তৎপরতা চলছে। সংঘাতে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

