Site icon Jamuna Television

মধ্যরাতে দিল্লিতে ব্যাপক মার খেলেন অজয় দেবগন! (ভিডিও)

মধ্যরাতে দিল্লিতে ব্যাপক মার খেলেন অজয় দেবগন!

প্রায় মধ্যরাতে দিল্লিতে দুটি দলের মধ্যে ব্যাপক মারামারির এক ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তিকে মারছেন উপস্থিত জনতা। লোকটি মার খেয়েই চলেছেন।

এদিকে এই ভিডিওটি ভাইরাল হতেই অনেকে দাবি করেন, যে ব্যক্তি মার খাচ্ছেন তিনি নাকি অজয় দেবগনের মতো দেখতে। তাহলে প্রশ্ন অজয় দেবগন’ই কি মদ্যপ অবস্থায় মার খাচ্ছেন?
এমনই প্রশ্নে তোলপাড় শোস্যাল মিডিয়া।

https://twitter.com/lalitkumartweet/status/1376279926207180803?s=20

তবে এ বিষয়ে অজয় দেবগনের টিমের পক্ষে থেকে জানানো হয়, মার খাওয়া ব্যক্তিটি অজয় নন। কেননা তিনি ‘তানাজি: দ্যা আংসাং ওরিয়র সিনেমার শুটিং এরপর থেকেই দিল্লিতে যাননি।

Exit mobile version