Site icon Jamuna Television

শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের নেতা লিটন কুমার দাস

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইনজুরির কারণ দল থেকে ছিটকে পরেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ। রিয়াদের জায়গায় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার লিটন কুমার দাস। বেশ কিছুদিন আগে থেকেই পিঠের ইনজুরিতে ভুগছিলেন রিয়াদ।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টতে বা পায়ের উরুতে চোট পাওয়ায় এই ম্যাচ থেকেই ছিটকে পরেন তিনি। নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিরিজের শেষ টি টোয়েন্টি বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির করণে এখনও ম্যাচ শুরু হয়নি।

Exit mobile version