Site icon Jamuna Television

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে চলছে ভোট গ্রহণ

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে চলছে ভোট গ্রহণ

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিমানবন্দরের কাস্টমস অ্যাসোসিয়েশন ভবনে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন সদস্যরা। মিজান-লাভলু-বাশার পরিষদে ছাতা মার্কা এবং শাহাজাহান ফারুক পরিষদে মাছ মার্কায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন কাস্টমস সদস্যরা। তারা বলছেন নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব নির্বাচিত হলে এই খাতের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাও তরান্বিত হবে।

প্রার্থীরা জানান সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করা এবং সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ে কাজ করবেন তারা।

Exit mobile version