Site icon Jamuna Television

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অবশেষে শুরু হয়েছে। অকল্যান্ডে, টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যচটি বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে।

এই ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামছেননা টাইগারদের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস।

এর আগে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ খু্ইয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ।

Exit mobile version