Site icon Jamuna Television

ফেন্সিংয়ে ইফতেখারুলের স্বর্ণ জয়

বঙ্ফেগবন্ন্সিংধু বাংলাদেশ গেমসে সেন্সিংয়ে তৃতীয় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম। বুধবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর
স্টেডিয়ামে পুরুষদের সেবার একক ইভেন্টে এই পদক নিশ্চিত করেছেন তিনি। এ ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জ পদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের নাজমুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক।

ফেন্সিংয়ে স্বর্ণজয়ী ইফতেখারুল আলম বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সোনার পদক জিততে পেরে আমি খুব খুশী। সমনে বিদেশ থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।

Exit mobile version