Site icon Jamuna Television

ঈদে ১ কোটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে ত্রাণ মন্ত্রণালয়

ঈদ উপলক্ষে ১ কোটি ৯ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ জন্য ৪৫০ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌদি সরকারের ৪০ মেট্রিক টন খেজুর হস্তান্তর শেষে ত্রাণ সচিব মো. মহসীন এসব তথ্য দেন। এসব খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে সরকারের ঘোষিত আর্থিক সহায়তা বিতরণ করা হবে অসহায়-দুস্থ ও অতিদরিদ্রদের।

এক্ষেত্রে প্রাধান্য পাবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা। এতে অতিদরিদ্র পরিবারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করছে ত্রাণ মন্ত্রণালয়।

Exit mobile version