Site icon Jamuna Television

বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি না মেনে বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার ভার্চুয়ালি ঢাকা মেডিকেলে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে এ আশঙ্কার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে যত বেডই বৃদ্ধি করা হোক, করোনা রোগী কমানো যাবে না। আক্রান্তের উৎপত্তিতে সবাইকে আরও সচেতন হতে হবে।

এসময় কোভিড নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলার তাগিদ দেন মন্ত্রী। তিনি বলেন বাঁচতে হলে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মাস্ক ছাড়া সামাজিক, ধর্মীয়সহ সব অনুষ্ঠান কিংবা চলাফেরা বন্ধ করার কথাও বলেন জাহিদ মালেক।

Exit mobile version