Site icon Jamuna Television

নন্দীগ্রাম ছাড়া মমতা আর কোথাও প্রার্থী হবেন না, তৃণমূলের ঘোষণা

তৃণমূল জানিয়েছে নন্দীগ্রাম ছাড়া আর কোনও কেন্দ্র থেকে লড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উস্কানির প্রেক্ষিতে এ ঘোষণা দিলো দলটি।

বৃহস্পতিবার আনন্দবাজারের খবরে আরও বলা হয়, অন্য কোনও কেন্দ্রে মমতার লড়ার প্রশ্ন নেই কারণ নন্দীগ্রামেই তিনি জিতবেন।

প্রধানমন্ত্রী মোদির খোঁচায় উল্লেখ করা হয়, ‘দিদি অন্য কেন্দ্র থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা কি সত্যি? আপনি প্রথমে ওখানে (নন্দীগ্রাম) গেলেন, সেখানকার মানুষ আপনাকে জবাব দিয়েছে। আপনি যদি অন্য কেন্দ্র থেকে লড়তে চান, তা হলেও বাংলা প্রস্তুত।’

ঠিক এর পরেই তৃণমূল জানায়, মমতার অন্য কোনও কেন্দ্র থেকে লড়াই করার কোনও প্রশ্নই নেই। কারণ, নন্দীগ্রাম থেকেই তিনি জিতছেন।

Exit mobile version