Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবে হেফাজতের সাথে বিএনপি জামায়াতও জড়িত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের সাথে হেফাজতে ইসলামের সাথে বিএনপি জামায়াতও জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ৭১ পাকিস্তানী হানাদার বাহিনী যে প্রক্রিয়ায় নির্যাতন, তাণ্ডব চালিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জে সেদিন একইভাবে নৈরাজ্য চালিয়েছে এ দেশিয় দোসররা।

তিনি বলেন, ইসলামের নামে সেদিন এ দেশের সংস্কৃতির উপর হামলা চালানো হয়েছে। আর এসব যারা করেছে তারা ৭১ এর হানাদার বাহিনীর সহযোগীদের পরবর্তী প্রজন্ম বলে মন্তব্য করেন মন্ত্রী। এই অপশক্তিকে রুখে দিতে দেশের জনগণের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version