Site icon Jamuna Television

স্বাস্থ্যর অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাসিমা সুলতানা

করোনার ছোবল থেকে রেহাই পেলেন না স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে তার নিজের ফেসবুক প্রোফাইলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

দেশে করোনা মহামারি ছড়িয়ে পড়লে নিয়মিত স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ের অংশ নিয়ে করোনা পরিস্থিতির সবশেষ আপডেট জানাতেন নাসিমা সুলতানা। গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণকারী প্রথম পাঁচজনের অন্যতম তিনি।

Exit mobile version