Site icon Jamuna Television

বাংলাদেশ ব্যাংকসহ দেশের ২০০’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা

বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুইশো’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে হাফনিয়াম নামক হ্যাকার গ্রুপ। প্রতিষ্ঠানগুলো থেকে তথ্যও হাতিয়ে নিয়েছে এই সাইবার গোষ্ঠী। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয়।

বিজিডি ই গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, ২০০’র বেশি প্রতিষ্ঠানের সার্ভারের মধ্যে হাফনিয়াম-এর অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এই প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা এবং সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে গৃহীত সরকারের উদ্যোগগুলোর উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করে।

‘হাফনিয়াম’ একটি সাইবার গুপ্তচরবৃত্তি গোষ্ঠী, যা কখনও কখনও বড় ধরনের হুমকি দেয়। বলা হয়, চীন সরকারের সাথে এই গ্রুপটি সম্পর্কযুক্ত।

Exit mobile version