Site icon Jamuna Television

যোগ্যতা সম্পন্ন মানুষকে কেউ আটকে রাখতে পারে না: সাকিব

যার যোগ্যতা রয়েছে তাকে আসলে কোন কিছু করেই আটকে রাখা যায় না এমন মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে এক ভার্চুয়াল আড্ডায় এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, ট্যালেন্ট খেলোয়াড়দের অবশ্যই তার একাডেমিতে স্কলারশিপের ব্যবস্থা করা হবে। আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছলতার কারণে ক্রিকেটার হতে পারছে না এমন কথা আমি বিশ্বাস করি না, আমি এমনও দেখেছি অন্যের জিনিসপত্র ব্যবহার করে ক্রিকেট খেলে এখন অনেক বড় ক্রিকেটার হয়েছে এমন উদাহরণও রয়েছে ক্রিকেট দুনিয়ায়।

এ সময় সাকিব বলেন, ২০২৩ বিশ্বকাপ নিশ্চয়ই বাংলাদেশ জিতবে। এর অন্যতম কারণ সেটা আমার শেষ বিশ্বকাপ। যদি কোন কারণে আমরা বিশ্বকাপ না জিততে পারি তাহলে আমি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট খেলবো।

Exit mobile version