Site icon Jamuna Television

করোনা ভাইরাসের নিয়ম ভঙ্গ করায় জরিমানা গুনতে হচ্ছে য়্যুভেন্টাসের তিন ফুটবলারকে

পার্টি করে ইতালিয় সরকারের করোনা ভাইরাসের নিয়ম ভঙ্গ করেছেন য়্যুভেন্টাসের তিন তারকা ফুটবলার পাওলো দিবালা, আর্থার ও ওয়েস্টন ম্যাকেনি।
করোনার নতুন স্ট্রেইন রোধে বিশেষ শতর্কতা জারি করেছে ইতালি সরকার। কোভিড 19 এর ঝুকি এড়াতে বাড়িতে কিংবা যে কোন জায়গায় পার্টি করা নিষেধ। সেই সাথে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিন্তু য়্যুবেন্টাসের এই তিন ফুটবলার, তুরিনে মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির বাড়িতে ২০ জন অতিথি নিয়ে পার্টি করেন।

প্রতিবেশির দেয়া সংবাদে পুলিশ হাজির হয় পন্ড করে দেয় সেই আয়োজন। রাত সাড়ে ১১টায়ও চলছিলো এই পার্টি তাই কারফিও ভঙ্গ করেছেন তারা। এই ঘটনায় পুলিশ আর্থিক জরিমানা করেছে দিবালা, আর্থার ও ম্যাকেনিকে। ক্লাব থেকেও আসতে পারে সাজা।

Exit mobile version