Site icon Jamuna Television

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত কমপক্ষে ৩৬

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত কমপক্ষে ৩৬ আরোহী। শুক্রবারের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০০ মানুষের কাছাকাছি আহত।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুসারে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, যাদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। বাকিদের উদ্ধারে ফায়ার ব্রিগেডের সাথে সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয়রা।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাড়ে ৩শ’ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিলো ট্রেনটি। কিন্তু, হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই হয় দুর্ঘটনা। দেয়ালের সাথে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি।

Exit mobile version