Site icon Jamuna Television

আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারের একটি মার্কেটে আগুন লেগে ৩ জনের প্রাণ গেছে। নিহতরা সবাই দোকানের কর্মচারী।

গতরাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সেমিপাকা বখতিয়ার মার্কেটের একটি দোকানে রাতে আগুন দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া দোকান থেকে উদ্ধার করা হয় ৩ কর্মচারীর মৃতদেহ। নিহত ৩ জনই রোহিঙ্গা।

তারা কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা। মার্কেট বন্ধ হওয়ার পর ৩ কর্মচারী দোকানেই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। আগুনে মার্কেটের ৭টি দোকান পুড়ে গেছে।

Exit mobile version