Site icon Jamuna Television

কনের আদলে বানানো হলো ১০ লাখ ডলারের কেক!

বিয়ের আসরে গিয়ে মোহনীয় সাজের কনেকে দেখলেন সটান দাঁড়িয়ে আছে। শরীরে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে হীরে দিয়ে তৈরি অলংকার। কনের সাথে হাসিমুখে ছবি তুললেন। তারপর গপাগপ করে তাকে গলধঃকরণ করে তৃপ্তির ঢেকুর তুললেন। ভাবছেন, কী আবোল-তাবোল কথা বলছি? কিন্তু, এমনই একটি ঘটনা ঘটেছে দুবাইতে।

ব্যাপারটি একটু খোলাসা করা যাক। দুবাইতে বিয়ের একটি ফ্যাশন শো’তে বানানো হয়েছে এমনই একটি কেক যেটি দেখলে যে কারো কনে বলে বিভ্রম হবে। ৬ ফুট লম্বা এই কেক কনেকে বানাতে লেগেছে ১০ দিন, ১ হাজার ডিম ও ২০ কেজি চকলেট।
কেকটি বানিয়েছে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডেবি উইংহাম।

আরবীয় ফ্যাশনে সাজের এই কনেকে সাজাতে ৫শ বেশি ফুল আঁকা হয়েছে কনের শাড়িতে। সব মিলিয়ে এই কেক কনের ওজন ছিলো ১২০ কেজি। দাম রাখা হয় ১ মিলিয়ন ডলার। এদিকে এই কনে কেকটি দেখতে এতোটাই জীবন্ত হয়েছে যে
অনেকে ভাবতেই পারেনি যে এটা খাওয়া যাবে।

এরআগে, এই্ ব্রিটিশ ডিজাইনার ডেবি কালো ও লাল ডায়মন্ড দিয়ে বিশ্বের সবচেয়ে দামি পোশাক বানিয়েছিলেন। এটির মূল্য ছিল ১১.৫ মিলিয়ন ডলার। গত বছর তিনি বিশ্বের সবচেয়ে দামি জুতো বানান যার দাম ছিলো ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ

Exit mobile version