Site icon Jamuna Television

সিলেটের সব পর্যটন কেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

সিলেটের সব পর্যটন কেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

এবার সিলেটের সব পর্যটন কেন্দ্রে ১৪ এপ্রিল পর্যন্ত অন্য জেলার পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই সিদ্ধান্ত। হাট-বাজার, শপিংমল রাত ৯টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে পর্যটকদের জন্য মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে কক্সবাজারেও। এতে সেখানকার পর্যটকরা সাগরপাড় ছাড়তে শুরু করেছেন। বাতিল করা হয়েছে হোটেল-মোটেলের আগাম বুকিং। পর্যটনকেন্দ্রগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে সেন্টমার্টিনে চলাচলকারী জাহাজ।

এরআগে, ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বান্দরবান-রাঙ্গামাটি-খাগড়াছড়ির সকল পর্যটক স্পট।

Exit mobile version