Site icon Jamuna Television

টেস্ট মর্যাদা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

টেস্ট মর্যাদা পেলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আইসিসির ভার্চুয়াল সভায় পূর্ণ সদস্যের দেশগুলোকে এই মর্যাদা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের সাথে টেস্ট মর্যাদা পেয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান নারী দলও। টেস্ট মর্যাদা পাওয়া আগের ৭ দলের সাথে এই ৩ দেশ যোগ হওয়ায় এখন পর্যন্ত ১০ নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেলো।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারীদের অ্যাশেজকে টেস্ট মর্যাদা দেয়া হয় আগে। পরে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ডের নারী দল।

এতদিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার পেলো টেস্ট স্ট্যাটাস।

ইউএইচ/

Exit mobile version