Site icon Jamuna Television

মধুপুরে ধানক্ষেত থেকে নারীর মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়ার পলিমা বেগম নামে (৪০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী জানান, এলাকাবাসী সকালে আমাকে জানালে আমি থানায় ফোন করে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কে বা কারা খুন করেছে তা জানি না।

এ সময় তিনি আরও বলেন, পলিমা বেগমের ২ মেয়ে ঢাকায় গার্মেন্টসে কর্মরত এবং ছেলে নবম শ্রেণির ছাত্র। সে মায়ের সাথেই থাকতো।

জানা যায়, পলিমার ছেলে বেশ কিছু দিন আগে ঢাকায় তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে। তাই পলিমা কিছু দিন যাবত একাই বাড়িতে থাকতেন। সেই সুযোগেই কেউ তাকে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে বাড়ির পাশে ধানক্ষেতে মেরে ফেলে যায়। পরে সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের জানালে আমরা এসে লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তবুুও সকল ব্যবস্থা নেয়া হবে এবং আসামিদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে।

ইউএইচ/

Exit mobile version