Site icon Jamuna Television

ছয় মাসে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত

ছয় মাসে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত

ছয় মাসে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। সেপ্টেম্বরের পর, বৃহস্পতিবারই ৮২ হাজার মানুষের দেহে শনাক্ত হলো করোনাভাইরাস। এর ৮৫ শতাংশই মাত্র ৮ রাজ্যে।

একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৬৯ জন। মহামারির একবছরে দৈনিক রেকর্ড ৮ হাজার ৬৪৬ সংক্রমণ শনাক্ত হলো মুম্বাইয়ে। ২৪ ঘণ্টায় ভারতের বাণিজ্যিক রাজধানীতে মৃত্যুবরণ করেন ১৮ জন।

সর্বগ্রাসী বিস্তাররোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার থেকে রাজ্যটিতে আরটি-পিসিআর নমুনা পরীক্ষা হাজার থেকে ৫০০ রুপি করা হয়েছে।

রাজ্যটিতে মহামারি মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের পরিচালক ডাক্তার সঞ্জয় ওক জানিয়েছেন, একজন করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে আরও ৪০০ মানুষের মধ্যে ছড়াতে পারে সংক্রমণ।

Exit mobile version