Site icon Jamuna Television

বাবার পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলের আত্মহত্যা

মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় শাসন করেছিলেন বাবা। তাতেই অভিমানে বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করলেন এক যুবক।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর আকবর শাহ’র সিটি গেইটের শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছেলে মাহিন মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বকাঝকা করেন বাবা খুলশী থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন। এরপর বাবা নামাজে গেলে অভিমানে বাবার পিস্তল দিয়ে নিজের বুকের ডান পাশে গুলি করে সে। পরে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা মাহিনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version