Site icon Jamuna Television

অজ্ঞান হয়ে যাওয়ার পরও মারতে থাকে মিয়ানমার সেনারা (ভিডিও)

অজ্ঞান হয়ে যাওয়ার পরও মারতে থাকে মিয়ানমার সেনারা

মিয়ানমারে সেনা সদস্যদের হাতে আরও এক নিরস্ত্র বিক্ষোভকারীকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যাতে দেখা যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরও বন্ধ হয়নি নির্যাতন।

বৃহস্পতিবার রাতে ইয়াঙ্গুনের রাস্তার এ ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন স্থানীয় এক বাসিন্দা। যাতে গভীর রাতে একজনকে তুলে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। পোশাকধারী ৭ সেনা সদস্য টেনে-হিঁচড়ে নেয় তাকে। এ সময় দফায় দফায় লাথি-ঘুষি মারতে দেখা যায় তাদের। চিৎকার করে সহায়তা চাইলেও বন্ধ হয়নি বর্বরতা। এক পর্যায়ে নির্যাতনের শিকার ব্যক্তিটি অজ্ঞান হয়ে পড়েন। নির্জন রাস্তায় মারধরের এ ঘটনা গোপনে ভিডিও করা হয় একটি বহুতল ভবন থেকে।

ভিডিও

Exit mobile version