Site icon Jamuna Television

পাবনায় নদীর ক্যানেল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নদীর ক্যানেল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল চারটার দিকে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের আত্রাই নদীর ক্যানেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, নদীর ক্যানেলে বিকেল চারটার দিকে এক ব্যক্তি গোসল করতে গেলে লুঙ্গি দিয়ে বাঁধা কোন একটি জিনিস ভাসতে দেখেন। কাছে গিয়ে দেখেন একটি নবজাতক। পরে থানায় খবর দেওয়া হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, আত্রাই নদীর ক্যানেলে নবজাতকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা একদিনের বাচ্চা হবে। জন্মের সাথে সাথে শিশুটিকে কেউ হত্যা করে লুঙ্গি দিয়ে বেঁধে নদীর ক্যানেলে ফেলে রেখে যায়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version