Site icon Jamuna Television

কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কাবাডি দল। দেশের মাটিতে কাবাডির এই প্রথম শিরোপা বাংলাদেশের।

পল্টন ভলিবল স্টেডিয়ামের গ্যালারিতে মুখর ছিলো বাংলাদেশের সমর্থকরা। খেলার প্রথম ভাগে কঠিন মুখে পরলেও স্বাগতিক বাংলাদেশ ৩৪-২৮ নম্বরে ঘড়ে তুলেছে চ্যাম্পিয়ন ট্রফি।

শারীরিক উচ্চতার সুবিধায় রেইড পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছিলো কেনিয়া। শুরুর দিকে ৭-৫ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থাকলেও এরপর থেকে কেনিয়া দাপট দেখাতে শুরু করে। কেনিয়া ৮-৮ পয়েন্টে সমতায় ফেরায় ম্যাচ। একে একে রেইড দিতে গিয়ে ধরা পড়েন বাংলাদেশের খেলোয়াড়েরা।

প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১০-১৮ পয়েন্টে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই বাংলাদেশের রেইডার আরদুজ্জামান মুন্সী টানা ৩ পয়েন্ট তুলে নেন। এরপর একের পর এক পয়েন্ট পেতে থাকে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দল ও সমর্থকরা আনন্দে নেমেছেন স্টেডিয়ামজুড়ে। পাঁচ জাতির এ টুর্নামেন্টে বিশ্ব র‍্যাংকিংয়ে পাঁচে থাকা বাংলাদেশই ফেভারিট ছিল। সাতে থাকা কেনিয়া ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নেয় পোল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কা।

ইউএইচ/

Exit mobile version