Site icon Jamuna Television

ভৈরব থানার এসআই ফারুককে স্ট্যান্ড রিলিজ

ভৈরব প্রতিনিধি:

ভৈরব থানার পুলিশের এসআই ফারুককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ শুক্রবার কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করে বাজিতপুর থানায় বদলি করা হয়।

গত ১১ মার্চ সাঈদুর রহমান নামের এক সাজাপ্রাপ্ত আসামি পুলিশ গ্রেফতারের পর থানা থেকে পালিয়ে যায়। দুদিন পর পুলিশ তাকে আবার গ্রেফতার করতে সক্ষম হয়।

সূত্র জানায়, এই ঘটনায় গাফিলতির কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে পুলিশ কর্তৃপক্ষ বলছে তার বদলি স্বাভাবিক ঘটনা। গত দেড় মাস আগে এসআই ফারুক ভৈরব থানায় কাজে যোগদান করেছিল।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন তার বদলির কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version