Site icon Jamuna Television

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ।

গত ৩০ মার্চ পার্কের ইজারাদারদের মধ্য থেকে কয়েকজন করোনায় আক্রান্ত হলে পার্কে আসা দর্শনার্থী ও কর্মকর্তাদের কথা ভেবে ইজারাদারদের পক্ষ থেকে পার্কটি বন্ধ রাখার আবেদন করে।

আজ শুক্রবার সন্ধ্যায় পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

তিনি জানান, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল ৩ এপ্রিল (শনিবার) থেকে আগামী ১৪ দিন সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে পার্কে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তীতে কোভিড-১৯ এর পরিস্থিতি উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version