Site icon Jamuna Television

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, আটক ৩

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, আটক ৩

গাইবান্ধার সাদুল্লাপুরে চালককে বেঁধে অটোরিকশা নিয়ে পালানোর সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আহত চালক মুকুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পীরগঞ্জ থেকে চার যুবক অটোরিকশা ভাড়া নিয়ে ফরিদপুরের মলংবাজারে আসে। একটি ইটভাটার কাছে পৌঁছালে চালক মুকুলকে মারধর করে অটোরিকশার চাবি ছিনিয়ে নেয় তারা। পরে মুকুলের হাত-পা বেঁধে হাতে ও ঘাড়ে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালায়।

মুকুলের চিৎকারে নাকড়ি বাঁশের তল এলাকায় ধাওয়া করে অটোরিকশাসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায়, আরেক ছিনতাইকারী।

Exit mobile version