Site icon Jamuna Television

সপ্তাহের ব্যবধানে করোনায় সংক্রমণ ৫৬ শতাংশ বেড়েছে ভারতে

সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ শতাংশ বেড়েছে ভারতে

দিনকে দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতে। গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৫৬ শতাংশ বেড়েছে দেশটিতে।

এরমধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি মহারাষ্ট্রে। ভারতের মোট মৃত্যুর ৪৫ শতাংশই হয়েছে এই রাজ্যে। গেল ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ৯০ হাজার। আর প্রাণ গেছে দুইশ’র বেশি মানুষের। মহারাষ্ট্রে করোনার প্রকোপে এখনর পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের। এ অবস্থায় রাজ্যটিতে লকডাউনের বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার।

রাজ্য মুখ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে পুনেতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি যেভাবে আগাচ্ছে তাতে রাজ্যজুড়ে কড়াকড়ির বিকল্প নেই বলে জানান তিনি। করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর তালিকায় এরপরই রয়েছে কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু।

Exit mobile version