Site icon Jamuna Television

সোমবার থেকে ৭ দিনের লকডাউনে দেশ

সোমবার থেকে ৭ দিনের লকডাউনে দেশ

করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। বলেন, এই বিষয়ে আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে বলেও জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এখনো অনেকে স্বাস্থ্যবিধি মানার প্রতি অনীহা দেখাচ্ছে, যা প্রকারান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Exit mobile version