Site icon Jamuna Television

যাতায়াত ব্যবস্থা ঠিক থাকলে লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস: আসাদুজ্জামান কোহিনূর

করোনা মহামারির মধ্যেই ঘটা করে গেল বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আসর। তবে বিপত্তি ঘটেছে সরকারের লকডাউনের সিদ্ধান্তে। এক্ষেত্রে বাংলাদেশ গেমস চলবে নাকি বন্ধ থাকবে এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে দেশের ক্রীড়াপ্রেমীরা।

এ বিষয়ে যমুনা নিউজকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনূর জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতি জানার পরেই গেমস চালু থাকবে নাকি স্থগিত ঘোষণা করা হবে সেই সিদ্ধান্ত নিবেন তারা।

তিনি আরও বলেন, পাঁচ তারিখ থেকে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে ততদিনে বাংলাদেশ গেমসের অর্ধেক শেষ হয়ে যাওয়ার কথা। তবে যদি রাস্তায় যদি যানবাহন চলে ও যাতায়াত ব্যবস্থা ঠিক থাকে তাহলে বাংলাদেশ গেমস স্থগিত হওয়ার কোন সম্ভাবনা নেই। তারপরও এখনও কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে দ্রুতই তারা আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।

Exit mobile version