Site icon Jamuna Television

৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা

৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা

করোনা পরিস্থিতির অবনতিতে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার থেকে সাতদিন এই লকডাউন কার্যকর থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। প্রতিনিয়ত করোনা পরিস্থিতির অবনতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। তিনি জানান, লকডাউন চলাকালীন জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা খোলা থাকবে। তবে শিল্প-কারখানা খোলা রাখতে শ্রমিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Exit mobile version