Site icon Jamuna Television

আইপিএলের প্রথম দুই ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

এবারের আইপিএলে সাকিব আল হাসান খেলবেন কলকাতা নাইট রাইটার্সের হয়ে। আর মোস্তাফিজ রাজস্থান রয়্যালসে। সাকিব দলের সাথে যোগ দিলেও এখনও দলের সাথে যোগ দিতে পারেননি মোস্তাফিজ।

জাতীয় দলের সাথে থাকায় মোস্তাফিজ আইপিএলের প্রথম ম্যাচে থাকতে পারছেন না। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ। তারপর ভারত গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে মোস্তাফিজকে। ততদিনে প্রথম ম্যাচ খেলে ফেলবে তার দল রাজস্থান রয়্যালস।

আগামী ৯ এপ্রিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ভিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।

কিন্তু এ সময়ের আগে কোয়ারেন্টিন পর্ব শেষে দলে যোগ দিতে পারছেন না কাটার মাস্টার। শঙ্কা তৈরি হয়েছে আছে কলকাতার বিপক্ষে ১৫ এপ্রিলের ম্যাচ নিয়েও। তবে কোয়ারেন্টিন শেষ করতে পারলে সাকিবের বিপক্ষে মাঠে নামার সম্ভবনা রয়েছে মোস্তাফিজের।

Exit mobile version