Site icon Jamuna Television

‘লকডাউনের কারণে চলাচল সীমিত হলেও উৎপাদন অব্যাহত থাকবে’

লকডাউনের কারণে চলাচল সীমিত হলেও উৎপাদন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ উৎপাদন-উপকরণ ও প্রাণীজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগারের কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি জানান, দেশে খাদ্যের মান নিয়ে প্রশ্ন আছে। নতুন কিউসি ল্যাবের মাধ্যমে এই সংকট থেকে বের হওয়ার পাশাপাশি বিদেশে মানসম্পন্ন মাছ, মাংস ও দুধ রফতানি বাড়বে।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে এর মধ্যে মৎস্য ও প্রাণী খাতের উৎপাদন অব্যাহত রাখতে হবে। খাবার সরবরাহ চালু না থাকলে সংকটে পড়তে হবে। এক্ষেত্রে তিনি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version