Site icon Jamuna Television

করোনার টিকা রফতানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত: অরিন্দম বাগচি

করোনার টিকা রফতানিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত। এমন তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তবে অভ্যন্তরীণ চাহিদা মেটানোই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

অরিন্দম বাগচি বলেন, ভারত বিশ্বের ৮০টি দেশে করোনার টিকা রফতানি করছে। বিশ্বজুড়ে এত ভ্যাকসিন সরবরাহ করেনি অন্য কোনো দেশ, যতটা ভারত করেছে। টিকা রফতানিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

তিনি বলেন, তবে খেয়াল রাখতে হবে ভারতের অভ্যন্তরেও ভ্যাকসিনের বিপুল চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটানো আমাদের জন্য সবচেয়ে জরুরি।

ইউএইচ/

Exit mobile version