Site icon Jamuna Television

আরও ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ৬৮৩

বাঁধ দেয়া যাচ্ছে না করোনা সংক্রমণের হারে। লাফিয়ে বাড়ছে মৃত্যুও। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৫৮ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৯ হাজার ২১৩ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের ২৩.১৫ শতাংশ। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৮৩ জনের শরীরে।

শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এরপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকা আংশিক থেকে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। সেইসাথে সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় ৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ঘোষণা করা হলো লকডাউন।

Exit mobile version