Site icon Jamuna Television

তমিজ উদ্‌দীন লোদীর নতুন কবিতার বই

তমিজ উদ্‌দীন লোদীর নতুন কবিতার বই ‘দৃশ্যকল্প ও কতিপয় রাতের রমণী’। রাজীব দত্তের প্রচ্ছদ করা এই বইটির প্রকাশক চৈতন্য প্রকাশনী , মূল্য:১৬০.০০ টাকা । এখানে স্থান পাওয়া কবিতাগুলো গত এক বছরে অর্থাৎ ২০১৭ সালে । প্রেম, দ্রোহ, বিশ্ববীক্ষা, বৈশ্বিক পরিবেশ কবিতাগুলোর বিষয়বস্তু।

বলতে গেলে মধুর স্মৃতিই কাজ করেছে এই বইটি প্রকাশের ক্ষেত্রে। এমনটা জানিয়ে লোদী জানান, ‘চৈতন্য প্রকাশনীর কর্ণধার প্রিয়ভাজন রাজীব চৌধুরী বইটি বের করার জন্য যোগাযোগ করে বললেন, আমার একটি বই তিনি করতে চান। মূলত তার উৎসাহ ও উদ্যোগে বইটি বের হচ্ছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে কবি জানান- ‘গত বছর আমার একটি নির্বাচিত কবিতা সংকলন বেরিয়েছে। গত শতাব্দীর শেষে এবং এই শতাব্দীর প্রাকলগ্নে কিছু গল্প লিখেছিলাম দেশের বিভিন্ন কাগজে। এগুলো নিয়ে কয়েকটি গল্পগ্রন্থও আছে আমার। এগুলো থেকে নির্বাচিত একটি গল্প সংকলন করা। অন্তত দুটো উপন্যাস আছে আমার যেগুলো ঈদসংখ্যাগুলোতে ছাপা হয়েছিল, এগুলো পুস্তক আকারে করার ইচ্ছা আছে।’

Exit mobile version