Site icon Jamuna Television

সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের ভাবমূর্তি নস্যাৎ করেছে হেফাজত: শেখ সেলিম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের ভাবমূর্তি নস্যাৎ করেছে হেফাজতে ইসলাম। জাতীয় সংসদে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

চলতি সংসদের শনিবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে এসব অভিযোগ করেন আওয়ামী লীগের এ সংসদ সদস্য। জবাবে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, এটি গণতন্ত্রের সংকট।

শেখ সেলিম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বনেতারা বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে। বিশ্বে এখন বাংলাদেশ অনেক বেশি সম্মানিত হচ্ছে। স্বাধীনতা দিবসে হেফাজতে ইসলামের তাণ্ডব প্রমাণ করে তারা স্বাধীনতা বিরোধী।

ইউএইচ/

Exit mobile version