Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর  কোরিয়া। এবার তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চল অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

গত আট বছরের মধ্যে এবারই প্রথম উত্তর কোরিয়ার ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র জাপান অতিক্রম করলো।  সিউলের দাবি, পিয়ংইয়ংয়ের পূর্ব উপকূল থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। প্রায় ২ হাজার ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ার আগে অন্তত তিন টুকরো হয়ে যায় মিসাইলটি। জাপানের হোক্কাইডোর ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ার তীব্র নিন্দা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

এর আগে, ২০০৯ সালে প্রথমবারের মতো একটি ক্ষেপণাস্ত্র জাপান অতিক্রম করেছিল। চলতি সপ্তাহেই আরও তিনটি স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version