Site icon Jamuna Television

ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, কমিউটার ট্রেনেও ঠাসাঠাসি

ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, কমিউটার ট্রেনেও ঠাসাঠাসি

স্বাস্থবিধি মানছেন না ট্রেনের যাত্রীরাও। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা ভিড় করছেন। অবশ্য আন্তঃনগর ট্রেনে যাত্রীদের অতিরিক্ত চাপ ছিল না। স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি যাত্রী বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।

তবে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কমিউটার ট্রেনে সবচেয়ে বেশি অব্যবস্থাপনা দেখা গেছে। ট্রেনে অর্ধেক টিকিট বিক্রির কথা বলা হলেও কমিউটার ট্রেনগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয়া হচ্ছে। টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। গাদাগাদি করে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন তারা।

এতে উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধি। অনেকে মাস্ক ছাড়া ভ্রমণ করলেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।

Exit mobile version