Site icon Jamuna Television

আবারও শ্রীলঙ্কা সফর নিয়ে নতুন করে শঙ্কা

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও শঙ্কা জেগেছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে।

আগামী ১২ এপ্রিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবার কথা বাংলাদেশের। কিন্তু বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়া আবারও শঙ্কা জেগেছে সফর নিয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের সফরের ক্ষেত্রে কোভিড প্রটোকল কঠোর করতে পারে শ্রীলঙ্কা।

কথা ছিলো তিনদিন রুম আইসোলেশনের পরই অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সরকার কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ালে ক্রিকেটারদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কথা বলছে বিসিবি।

ইউএইচ/

Exit mobile version