Site icon Jamuna Television

মিয়ানমারে জান্তা আগ্রাসনে প্রাণহানি ৪৬ শিশুসহ সাড়ে ৫শ’

মিয়ানমারে জান্তা আগ্রাসনে প্রাণহানি ৪৬ শিশুসহ সাড়ে ৫শ

মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে সাড়ে ৫শ’ মানুষের প্রাণ গেলো জান্তা আগ্রাসনে। হতভাগ্যদের ৪৬ জনই শিশু।

পর্যবেক্ষক সংস্থা-AAPP’র তথ্য অনুসারে, এখনো বন্দি ২৭শ’র বেশি মানুষ। যাদের অজ্ঞাত স্থানে আটকে করা হচ্ছে বর্বর নির্যাতন।

এছাড়া সামজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়ানোর অপরাধে শিল্পপতি-সংবাদকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা কর্তৃপক্ষ। শনিবারও, রাতভর সেনাদের চালানো সাঁড়াশি অভিযানে প্রাণ গেছে দুই নিরস্ত্র বেসামরিকের। তবুও- দমনপীড়নের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদ। সীমান্ত অঞ্চলগুলোয় বিমান হামলা থেকে প্রাণ বাঁচাতে প্রতিবেশী থাইল্যান্ড ও ভারতে পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ।

Exit mobile version