Site icon Jamuna Television

একদিকে ধর্মের কথা বলে, অন্যদিকে অপবিত্র কাজ করে রিসোর্টে ধরা পড়ে: প্রধানমন্ত্রী

একদিকে ধর্মের কথা বলে, অন্যদিকে ধর্মের নামে অপবিত্র কাজ করে রিসোর্টে ধরা পড়ে। ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই এমন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে সংসদে একথা জানান তিনি। বলেন, তারা যে এতো সব জায়গায় আগুন দিচ্ছে, যদি পাল্টা আগুন দেয়া শুরু হয় তখন তারা কী করবে?

প্রধানমন্ত্রী বলেন, তাণ্ডবকারীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। ধারাবাহিক তাণ্ডবে হেফাজতে ইসলামের সবাই জড়িত না থাকলেও বিএনপি-জামায়াত এর পেছনে ছিলো উল্লেখ করেন শেখ হাসিনা।

এ সময় এক সপ্তাহের লকডাউনে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কিছুটা সমস্যা হলেও জীবন বাঁচাতে হবে।

ইউএইচ/

Exit mobile version