Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নতুন শঙ্কা

কয়েকদিন হলো পুরো বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। বাংলাদেশেও যেমন বাড়ছে সনাক্তের হার তেমনি বাড়ছে মৃত্যুর হারও। এসব কিছু আমলে নিয়েই আগামীকাল সোমবার থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আর এই করোনা পরিস্থিতির কারণেই শঙ্কা জেগেছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে।

এপ্রিল মাসের ১২ তারিখে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ দলের সফরের ক্ষেত্রে কোভিড প্রোটোকল কঠোর করতে পারে শ্রীলঙ্কা।

দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছে ​তিন দিন রুম আইসোলেশনের পরই অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ। তবে শ্রীলংকা সরকার কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ালে ক্রিকেটারদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কথা বলছে বিসিবি

Exit mobile version