Site icon Jamuna Television

আজ থেকে শুরু হলো ৭ দিনের ‘নিষেধাজ্ঞা’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের নিষেধাজ্ঞা। গতকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই সাত দিন সাধারণ মানুষের অবাধ চলাচলসহ নানা বিষয়ের ওপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করে নির্দেশনাও জারি করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে সব ধরনের যাত্রীবাহী গণপরিবহন। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

এছাড়া বিদেশগামী ও বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

ইউএইচ/

Exit mobile version